মোবাইল ইন্টারনেট কবে চালু হবে
কবে চালু হবে মোবাইল ইন্টারনেট, এই প্রশ্ন এখন সকলের। চলুন জানি সরকার এ বিষয়ে কি বলছে।
মোবাইল ইন্টারনেট বন্ধ কেন?
ইন্টারনেট সংযোগ বন্ধের বিষয়ে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে। মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করার ক্ষেত্রে কর্তৃপক্ষের (সরকার) ওপর নির্ভরশীলতা রয়েছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে ‘সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’
সূত্র: বনিকবার্তা
ওয়াই-ফাই ইন্টারনেট বন্ধ কেন?
প্রযুক্তিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের কোনো একটি-দুটি ভবনে বা একটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেটওয়ার্ক সিস্টেম মূলত বিভিন্ন মডিউলে কাজ করে। এর মধ্যে রিং টপোলজি, স্টার টপোলজি, হাব অ্যান্ড স্পোক টপোলজির মতো অনেকগুলো মডিউল রয়েছে। এসব মডিউলের একটি সংযোগ বন্ধ হয়ে গেলে অন্য সংযোগগুলো চলমান থাকে। যার কারণে একটি ভবন বা এলাকায় অগ্নিকাণ্ড ঘটলেও শুধু ওই ভবন বা এলাকায় সমস্যা তৈরি হবে। পার্শ্ববর্তী অন্য সংযোগগুলো চলমান থাকবে।
সূত্র: বনিকবার্তা
মোবাইল ইন্টারনেট কবে চালু হবে
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ রবিবার দুপুর ৩টার পর মোবাইল ফোনের ৪জি ইন্টারনেট চালু করা হবে।