চলমান প্রসঙ্গ

আজ বাংলা কত তারিখ ২০২৪ – Bangla Date Today

সহজ ভাষায় আজকের বাংলা মাসের কত তারিখ ও কোন ঋতু চলছে জেনে নিন।

আজ বাংলা কত তারিখ ২০২৪

আজ কি বার বাংলায়?

আজ বাংলায় শনিবার।

এখন কোন ঋতু চলছে?

এখন বাংলাদেশে শরৎকাল ঋতু চলছে।

আজ বাংলা কত তারিখ ২০২৪ – Bangla Date Today

প্রতিদিনের বাংলা তারিখ জানা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাঙালি। বাঙালি হিসেবে বাংলা তারিখ না জানা অবশ্য কোন অপরাধ নয়।

ইংরেজী ক্যালেন্ডারের সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে বাংলা তারিখের হিসাব তেমন একটা রাখা হয়না। এজন্যেই প্রতিদিনের বাংলা তারিখ আমাদের জানা হয়ে ওঠে না।

উপরের আজ বাংলা কত তারিখ তা জানানো হয়েছে, এবার চলুন বাংলা বার, মাস, ঋতুগুলোর সাথে পরিচিত হই।

বাংলা বছরে ১ সপ্তাহে কয় দিন? আজ বাংলা কত তারিখ

বাংলা বছরেও ইংরেজী বছরের মতো ৭ দিন থাকে। সোজা কথায় বাংলা বছরে ১ সপ্তাহে ৭ দিন থাকে।

বাংলা ৭ দিনের নাম – Bangla Date Today

বাংলা ৭ দিনের নাম:

  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
  5. বুধবার
  6. বৃহস্পতিবার
  7. শুক্রবার

বাংলা ১ মাসে কয় দিন – আজ বাংলা কত তারিখ

বাংলা ১ মাসে ২৯ থেকে ৩১ দিন পর্যন্ত হতে পারে।

৩০ দিনের মাস:

বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র

২৯ দিনের মাস:

ফাল্গুন (অধিবর্ষে ৩০ দিন)

অধিবর্ষ: প্রতি তিন বছর পর পর বাংলা বর্ষপঞ্জিতে একটি অধিবর্ষ যুক্ত করা হয়। অধিবর্ষে ফাল্গুন মাসে একটি অতিরিক্ত দিন যুক্ত করা হয়।

বাংলা বছরে কয়টি মাস থাকে? – Bangla Date Today

বাংলা বছরে ১২ টি মাস থাকে। বাংলা বর্ষপঞ্জি একটি সৌর বর্ষপঞ্জি যা সূর্যের গতির উপর ভিত্তি করে তৈরি করা হয়।

বাংলা বারো (১২) মাসের নাম – আজ বাংলা কত তারিখ

  1. বৈশাখ
  2. জ্যৈষ্ঠ
  3. আষাঢ়
  4. শ্রাবণ 
  5. ভাদ্র 
  6. আশ্বিন 
  7. কার্তিক 
  8. অগ্রহায়ণ 
  9. পৌষ 
  10. মাঘ 
  11. ফাল্গুন 
  12. চৈত্র 

বাংলা বছরে কয়টি ঋতু থাকে? – আজ বাংলা কত তারিখ

বাংলা বছরে ছয় টি ঋতু থাকে। ঋতুগুলির নাম নিচে দেয়া আছে।

বাংলা ছয় ঋতুর নাম – Bangla Date Today

  1. গ্রীষ্ম (মধ্য মার্চ – মধ্য জুন)
  2. বর্ষা (মধ্য জুন – মধ্য আগস্ট)
  3. শরৎ (মধ্য আগস্ট – মধ্য অক্টোবর)
  4. হেমন্ত (মধ্য অক্টোবর – মধ্য ডিসেম্বর)
  5. শীত (মধ্য ডিসেম্বর – মধ্য ফেব্রুয়ারী)
  6. বসন্ত (মধ্য ফেব্রুয়ারী – মধ্য মার্চ)

বাংলা ক্যালেন্ডারে কত দিনে ১ বছর? আজ বাংলা কত তারিখ

বাংলা ক্যালেন্ডারে ১ বছরে ৩৬৫ দিন অথবা ৩৬৬ দিন হতে পারে। ৩৬৫ দিনের বছরকে সাধারণ বছর বলা হয়। ৩৬৬ দিনের বছরকে অধিবর্ষ বলা হয়।

অধিবর্ষ: প্রতি ৪ বছর পর পর বাংলা বর্ষপঞ্জিতে একটি অধিবর্ষ যুক্ত করা হয়। অধিবর্ষে ফাল্গুন মাসে একটি অতিরিক্ত দিন যুক্ত করা হয়।

বাংলা নতুন বছর কে কি নামে ডাকা হয়? Bangla Date Today

বাংলা নতুন বছরকে নববর্ষ নামে ডাকা হয়। এছাড়াও, পহেলা বৈশাখ নামেও এটি পরিচিত।

নববর্ষ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন এবং এটি একটি জাতীয় ছুটির দিন। এই দিনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন স্থানে বাঙালিরা নববর্ষ উদযাপন করে।

শেষ কথাঃ আশা করি আজ বাংলা কত তারিখ ২০২৪ – Bangla Date Today ও বাংলা বছর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরও প্রয়োজনীয় সব বাংলা আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

সহজ ভাষায়

ইসলাম ও বিশ্বতথ্য জানুন সহজ, সাবলীল বাংলায়!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button