প্রশ্ন ও উত্তর

আয়নাঘর কি? কোথায়? দেখতে কেমন?

শেখ হাসিনার পতনের পর ‘আয়নাঘর’ আবার আলোচনায় উঠে এসেছে। এর আগেও আয়নাঘর সমন্ধে সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধান প্রতিবেদনে আয়নাঘর সমন্ধে জানানো হয়েছিলো।

আবারো সেই আয়নাঘর নিয়ে মানুষের জানার কৌতূহল জেগেছে। চলুন জেনে নেই আয়নাঘর কি, কোথায় অবস্থিত ও দেখতে কেমন?

আয়নাঘর কি?

বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর।

আয়নাঘর কোথায় অবস্থিত?

আলোচিত আয়নাঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত, তবে ধারণা করা হচ্ছে দেশের অন্যান্য স্থানেও এমন নির্যাতন ও আটকের স্থান আছে।

আয়নাঘর দেখতে কেমন?

আয়নাঘর দেখতে খুবই ভয়ংকর। একটা মানুষকে এমন স্থানেও রাখা যায়, তা আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না।

আয়নাঘরের ভেতরের পরিবেশ যেমন আবর্জনাময় ঠিক তেমনি এর বিছানা। সরাসরি ইট সিমেন্ট দিয়ে বানানো বিছানায় থাকতে হয় বন্দিদের।

আয়নাঘরের ছবি

নিচে আয়নাঘরের ছবি দেয়া হয়েছে। দেখলেই আয়নাঘর কেমন তা বুঝতে পারবেন।

আয়নাঘরের ছবি

ধারণা করা হয়, এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে যেখানে একসাথে ৩০ জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। 

সহজ ভাষায়

ইসলাম ও বিশ্বতথ্য জানুন সহজ, সাবলীল বাংলায়!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button